অনুশীলনী
বহুনির্বাচনি প্রশ্ন
১. বিশ্বগ্রামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?
ক. তথ্যখ. সফটওয়্যার
গ. হার্ডওয়্যার
ঘ. কানেক্টিভিটি
View Answer
ঘ. কানেক্টিভিটি
২. DNA এর নতুন সিকুয়েন্স তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিংখ. ন্যানো টেকনোলজি
গ. বায়োইনফরমেটিক্স
ঘ. বায়োমেট্রিক্স
View Answer
ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
৩. ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রার ইমেজ ব্যবহার করা হয়
ক. একমাত্রিকখ. দ্বি – মাত্রিক
গ. ত্রি – মাত্রিক
ঘ. বহুমাত্রিক
View Answer
গ. ত্রি – মাত্রিক
৪. রোবট কোন কাজে ব্যবহার করা হয়?
ক. প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণেখ. মানুষের বিকল্প হিসাবে বিপদজনক কাজে
গ. মানুষের কর্মক্ষেত্র বৃদ্ধি করতে
ঘ. স্বাধীনভাবে জটিল গ্রহণ করতে
View Answer
খ. মানুষের বিকল্প হিসাবে বিপদজনক কাজে
৫. টেবিল পেজেন্স এর প্রয়োগ ক্ষেত্র কোনটি?
ক. ক্রায়োসার্জারিখ. বায়োমেট্রিক্স
গ. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট
ঘ. ভার্চুয়াল রিয়েলিটি
View Answer
ঘ. ভার্চুয়াল রিয়েলিটি
৬. বায়োমোট্রিক্স পদ্ধতি ব্যবহৃত হয়
i. বাড়ির নিরাপত্তায়ii. শিক্ষার্থীদের উপস্থিতি নির্ণয় করতে
iii. অপরাধ প্রবণতা শনাক্তকরণে
- নিচের কোনটি সঠিক ?
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
View Answer
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
চার বন্ধু চারটি ভিন্ন ভিন্ন কোম্পানিতে কর্মকর্তা হিসেবে কর্মরত । এদের অফিসের প্রবেশ পথে কাউকে হাতের আঙুল কাউকে সম্পূর্ণ হাত একটি যন্ত্রের ওপর রেখে অফিসে ঢুকতে হয় । কাউকে একটি ক্যামেরার সামনে চোখ স্থির করে দাঁড়াতে হয় কিংবা সম্পূর্ণ মুখমণ্ডলই ক্যামেরার সামনে কয়েক মূহুর্ত রাখতে হয় । এদের প্রত্যেকের দাবি , অফিসের উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতকরণে স্ব – স্ব অফিসে ব্যবহৃত পদ্ধতি অধিক কার্যকর ।
৭. উদ্দীপকে অফিসের প্রবেশ পথে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ?
ক. ভার্চুয়াল রিয়েলিটিখ. বায়োমেট্রিক্স
গ. বায়োইনফরমেটিক্স
ঘ. ন্যানোটেকনোলজি
View Answer
খ. বায়োমেট্রিক্স
৮. উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিগুলোর মধ্যে বেশি নির্ভুলভাবে কাজ করে কোনটি ?
ক. ফিঙ্গারপ্রিন্টখ. হ্যান্ড জিওমেট্রি
গ. আইরিশ ও রেটিনা স্ক্যান
ঘ. ফেস রিকগনিশন
View Answer
ক. ফিঙ্গারপ্রিন্ট
নিচের উদ্দীপকের আলোকে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
উচ্চ ফলনশীল ধান গবেষণায় নতুন প্রযুক্তি ব্যবহার করায় দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে । বাংলাদেশ বর্তমানে চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি লাভ করছে ।
৯. উদ্দীপকের নতুন প্রযুক্তি কোনটি ?
ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিংখ. বায়োইনফরমেটিক্স
গ. বায়োমেট্রিক্স
ঘ. ন্যানোটেকনোলজি
View Answer
ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
১০. উদ্দীপকের কর্মকাণ্ডে-
i. ভূমির উর্বরতায় নেতিবাচক প্রভাব পড়বেii. অর্থনৈতিক উন্নয়ন ঘটবে
iii. জীববৈচিত্র্যের সৃষ্টি হবে
- নিচের কোনটি সঠিক ?
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
View Answer
ক. i ও ii
নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
প্রযুক্তির এই যুগে শওকত এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসেই ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে । আবার তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করছেন ।
১১. শওকতের ব্যবহৃত প্রযুক্তিটি
ক. ভার্চুয়াল রিয়েলিটিখ. ই-লার্নিং
গ. ই-কমার্স
ঘ. কৃত্রিম বুদ্ধিমত্তা
View Answer
ক. ভার্চুয়াল রিয়েলিটি
১২. উদ্দীপকে শওকতের বাবার ব্যবহৃত প্রযুক্তিটির সীমাবদ্ধতা হলো এর ফলে
i. দেশীয় প্রজাতির বিলুপ্তি হতে পারেii. ফলন কমে যেতে পারে
iii. নতুন রোগ সৃষ্টি হতে পারে
- নিচের কোনটি সঠিক ?
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
View Answer
খ. i ও iii