অনুশীলনী
বহুনির্বাচনি প্রশ্ন
১. ডেটা স্থানান্তরের একক কোনটি?
ক. ব্যান্ড মিটারখ. ব্যান্ডউইথ
গ. ডেটা ট্রান্সমিশন
ঘ. ডেটা কানেকশন
View Answer
খ. ব্যান্ডউইথ
২. গ্রুপ SMS হলো-
ক. ইউনিকাস্টখ. মাল্টিকাস্ট
গ. ব্রডকাস্ট
ঘ. টেলিকাস্ট
View Answer
খ. মাল্টিকাস্ট
৩. নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব?
ক. হাবখ. সুইচ
গ. রিপিটার
ঘ. রাউটার
View Answer
খ. সুইচ
৪. বিট সিনক্রোনাইজেশন হচ্ছে-
i. বিট প্রেরণের সমন্বিত পদ্ধতিii. ডেটার বিটের বিন্যাস ও সংযুক্ত অতিরিক্ত বিট
iii. ব্যান্ড উইথের পরিমাণ বৃদ্ধি পাওয়া
- নিচের কোনটি সঠিক?
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
View Answer
ক. i ও ii
৫. কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য –
i. হার্ডওয়্যার রিসোর্স শেয়ারii. সফটওয়ার রিসোর্স শেয়ার
iii. একের অধিক কম্পিউটারের সংযোগ সাধন
- নিচের কোনটি সঠিক?
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
View Answer
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
হুমায়ূন তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটার প্রিন্ট কমান্ড দিলেন এবং তার থেকে কিছু দূরে অবস্থিত অফিসারও একই সাথে প্রিন্ট কমান্ড দিয়ে একই প্রিন্টার থেকে প্রিন্ট নিলেন । হুমায়ূনের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে বিদেশে অবস্থানরত একজন কর্মকর্তার সাথে কথা বললেন ।
৬. উদ্দীপকে নেটওয়ার্কের ধরন হচ্ছে
i. LANii. WAN
iii. MAN
- নিচের কোনটি সঠিক?
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
View Answer
ক. i ও ii
৭. উদ্দীপকের ব্যবস্থায় সম্ভব
i. ক্ষুদ্র ডিভাইসে অধিক সেবাii. গ্রাহকদের সাথে সহজ যোগাযোগ
iii. ক্ষুদ্র অঞ্চলে সীমাবদ্ধ কার্যক্রম
- নিচের কোনটি সঠিক?
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
View Answer
ক. i ও ii
একটি রুমে থাকা ল্যাপটপগুলো একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয় ।
৮. উদ্দীপকে উল্লিখিত নেটওয়ার্ক হবে কোনটি ?
ক. WPANখ. WLAN
গ. WMAN
ঘ. WMAN
View Answer
খ. WLAN
৯. উদ্দীপকের নেটওয়ার্কটির ল্যাপটপগুলো সংযুক্ত
i. ক্যাবলের মাধ্যমেii. ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে
iii. ওয়াইফাই – এর মাধ্যমে
- নিচের কোনটি সঠিক?
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
View Answer
গ. ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
কামাল রেজা সাহেব ঢাকায় অবস্থিত তার অফিসের বিভিন্ন শাখায় তথ্য আদান প্রদানের জন্য কয়েকটি কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করলেন । এখন তিনি ডেটার গতি বৃদ্ধির জন্য কমিউনিকেশনের মাধ্যম পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন ।
১০. উদ্দীপকের নেটওয়ার্ক কোনটি ?
ক. PANখ. LAN
গ. MAN
ঘ. WAN
View Answer
গ. MAN
১১. কামাল রেজা সাহেবের সিদ্ধান্তের ফলাফল কী হবে ?
ক. বাস্তবায়ন খরচ হ্রাস পাবেখ. ব্যান্ডউইথ বৃদ্ধি পাবে
গ. শি শক্তি ব্যবহৃত হবে
ঘ. প্রতিস্থাপন সহজ হবে
View Answer
খ. ব্যান্ডউইথ বৃদ্ধি পাবে